Monday, February 25, 2019

ঢাবি'র IBA সম্পর্কিত তথ্যাদি!

আইবিএ অধ্যয়ন


★IBA (BBA/ MBA)- আপনাদের সব প্রশ্নের উত্তর:
► আইবিএ কি?
ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন; এটি ঢাকা
বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি স্বতন্ত্র
প্রতিষ্ঠান যেখানে বিবিএ ও এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ পড়ানো হয়।
► আইবিএ বলতে কি শুধু ঢাকা
বিশ্ববিদ্যালয়ের আইবিএকেই বোঝায়?
জ্বি না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএ আছে, জাহাঙ্গীরনগরেও আইবিএ আছে কিন্তু যদিও এখনও মানুষ আইবিএ বলতে ঢাকা বিশ্বদ্যিালয়ের আইবিএটাকেই বোঝে।
► আইবিএতে কারা পড়তে পারে?
যেকোন গ্রুপ থেকে (সাইন্স/আর্টস/কমার্স) এইচ এসসি পাশ করার পরে বিবিএতে আর যেকোন গ্রুপ থেকে (সাইন্স/আর্টস/ কমার্স) অনার্স/বিবিএ/বিএসসি অর্থাৎ চার বছরের যেকোন কোর্স পাশ করে
এমবিএতে ভর্তি পরীক্ষা দেয়া যায়।
► জাতীয় বিশ্ববিদ্যালয়ের/ প্রাইভেট
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কি এখানে
পড়তে পারবে?
হ্যাঁ অবশ্যই পারবে এবং এসব বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখানে পড়তেছে।
► এখানে ভর্তির যোগ্যতা কি?
বিবিএতে যোগ্যতা: যেকোন গ্রুপ থেকে
এসএসসিতে ৩.০০, এইচএসসিতে ৩.০০ করে মোট 7.50 এবং এমবিএতে
ভর্তির যোগ্যতা: যেকোন গ্রুপ থেকে এসএসসিতে ৩.০০, এইচএসসিতে ৩.০০, অনার্স এ সেকেন্ড ক্লাশ বা ২.৫০ হলেই হবে।
► ডিগ্রীর ছাত্র-ছাত্রীরা কি IBA-MBA করতে পারে?
হ্যাঁ পারে, এটাই আইবিএর স্বতন্ত্র, একজন বুয়েটের ছেলেও হয়ত বাদ পড়তে পারে আবার একজন ডিগ্রীর ছেলেও চান্স পেতে পারে যদি সে Admission Test এ ভাল করে।
► আইবিএ তে নাকি ৯০ ভাগ ইংরেজী
মাধ্যম বাকি ১০ ভাগ নাকি বাংলা মিডিয়ামরা চান্স পায়?
এ ধারণাটা একসময় ছিল এখন পরিবর্তন হয়েছে, এখন প্রায় ৫০-৫০ চান্স পায়। একটা সময় হয়ত আসবে যখন বাংলামিডিয়াম পাবে ৯০% আর ওরা হয়ত ১০% কারণ ইংরেজী মিডিয়াম পড়ুয়া ছাত্রছাত্রীরা বিদেশে পড়ার প্রবণতা বেড়ে গেছে ।
► আইবিএর এমবিএতে কয় ধরনের এমবিএ আছে?
দুই ধরণের-রেগুলার এমবিএ আর এক্সিকিউটিভ এমবিএ; রেগুলার এমবিএর আবার দুটো ধরণ আছে একটা পার্টটাইম
যেটার ক্লাশ হয় সন্ধ্যায়, আর ফুল টাইম এদের ক্লাশ হয় দিনের বেলায়, এছাড়া এক্সিকিউটিভ এমবিএর ক্লাশও রাতে হয়।
► এক্সিকিউটিভ এমবিএর জন্য যোগ্যতা কি লাগে?
০৪ বছর মেয়াদী অনার্স পাশ + কমপক্ষে ০৩ বছরের চাকুরীর অভিজ্ঞতা।
► এক্সিকিউটিভ এমবিএ আর রেগুলার এমবিএর মধ্যে পার্থক্য কী?
রেগুলার এমবিএর মোট কোর্স ২০টি, এক্সিকিউটিভ এমবিএ এর মোট কোর্স ১২টি, রেগুলার এমবিএ করতে
সময় লাগে ২বছর থেকে ৩.৫ বছর আর এক্সিকিউটিভ এমবিএ করতে সময় লাগে ১.৫ থেকে ২ বছর, রেগুলার এমবিএ পড়তে মোট খরচ ৭৫ হাজার টাকার মত আর এক্সিকিউটিভ এমবিএ এর মোট খরচ ২.৫ লাখ প্রায়। রেগুলার এমবিএ করতে অভিজ্ঞতা লাগেনা আর এক্সিকিউটিভ এমবিএ করতে ০৩ (তিন) বছরের ফুলটাইম জবের অভিজ্ঞতা থাকতে হবে।
► রেগুলার এমবিএ আর এক্সিকিউটিভ এমবিএর মধ্যে ভাল কোনটা?
দুটোই ভাল, রেগুলারটা ফ্রেশ
গ্রাজুয়েটদের জন্য আর
এক্সিকিউটিভ টা ম্যানেজারিয়ল লেভেল এর জন্য ভাল।
► আমি তো চাকুরী করি দিনে সুযোগ পাই না কিন্তু চাকুরীর অভিজ্ঞতাও ০৩ বছর হয় নি, আমি কি চাকুরীর পাশাপাশি আইবিএ তে এমবিএ করতে পারব?
হ্যাঁ পারবেন, আপনি রেগুলার এমবিএর পার্টটাইমে পড়তে পারবেন কারণ এর ক্লাশ হয় রাতে (৭.০০থেকে শুরু)।
► এমবিএর খরচ কেমন পড়বে?
রেগুলার এমবিএ: ৭৫ হাজার টাকার মত এক্সিকিউটিভ এমবিএ: ২লক্ষ ৫০ হাজার টাকার মত।
► পড়তে কত বছর সময় লাগে?
এক্সিকিউটিভ এমবিএ: মোট ১২ টা কোর্স, বছরে ৩টা সেমিস্টার, যদি ৩টা করে কোর্স নিতে পারেন তাহলে এক বছরের একটু বেশি সময় লাগবে।
রেগুলার এমবিএ: ফুলটাইম মোট ২০ টা কোর্স।
► বিবিএ পড়ার খরচ কত?
বিবিএ পড়তে খরচ সরকারী বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সাবজেক্ট পড়তে খরচ যেমন-অর্থ্যাৎ চার বছরে মোট ২৫-৩০ হাজার টাকা লাগতে পারে।
► আমি যদি ফুলটাইম প্রোগামে ভর্তি হই কিন্তু কিছুদিন পরে চাকুরী পেয়ে যাই তাহলে কি হবে?
আইবিএর এমবিএ খুবই ফ্লেক্সিবল, এক সেমিস্টার পরে শিফট করে নাইটে অর্থ্যাৎ
► কম্পিটিশন কেমন ভাই?
প্রতিযোগির সংখ্যা-রেগুলার এমবিএ: ৪০০০ থেকে ৪,৫০০ মাত্র;
এক্সিকিউটিভ এমবিএ: ১,৫০০-২,০০০ মাত্র।
Note: এখানে একটা কথা বলে রাখি প্রতিযোগির সংখ্যা দেখে নয় বরং তাদের কোয়ালিটি দেখে বুঝতে হবে কম্পিটিশন কেমন হবে! এখানে ৪ হাজার এর মধ্যে প্রায় ১ হাজার এর মত থাকে বুয়েটের আর প্রায় দেড় হাজার থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের + অন্যান্য...
► রেগুলার এমবিএর ক্লাশ কবে কবে হয়?
সপ্তাহে চারদিন ক্লাশ থাকে, আর এটা নির্ভর করবে একটা সেমিস্টার এ আপনি কি কি সাবজেক্ট নিবেন।
► এখানে কতবার পরীক্ষা দেয়া যায়?
যতবার ইচ্ছা দিতে পারবেন।
► ভর্তি পরীক্ষা বছরে কতবার অনুষ্ঠিত হয়?
বিবিএ: বছরে ০১(এক) বার- ডিসেম্বর মাসে। রেগুলার এমবিএ: বছরে দুইবার- জুনে একবার আর ডিসেম্বরে আরেকবার। এক্সিকিউটিভ এমবিএ: বছরে তিন বার, জানুয়ারি-এপ্রিল-অক্টোবর।
► আসন সংখ্যা কত?
বিবিএ: ১২০টি। রেগুলার এমবিএ: জুনে ৬০ জন আর ডিসেম্বরে ১২০ জন। এক্সিকিউটিভ এমবিএ: প্রতিবার ৪০ জন করে বছরে মোট ১২০ জন।
► ভর্তি পরীক্ষায় কত মার্কস এর আর কি কি আসে?
বিবিএ: ১০০ মার্কস (ইংরেজী-৩০, ম্যাথ-৩০, এ্যানালাইটিক্যাল-২০/২৫, রাইটিং ১৫/২০)
রেগুলার এমবিএ: ১০০ মার্কস (ইংরেজী-৩০, ম্যাথ-৩০, এ্যানালাইটিক্যাল-১৫, রাইটিং ৫/১০)
এক্সিকিউটিভ এমবিএ: মোট ৭৫ (ইংরেজী-৩০, এ্যানালাইটিক্যাল-২০/২৫, রাইটিং ১৫/২০)
► শুনেছি আইবিএর বিবিএর প্রস্তুতি নাকি এমবিএর প্রস্তুতিও কভার করে?
হ্যাঁ ঠিকই শুনেছেন। যেকোন একটির প্রস্তুতি নিলে অন্যটিরও প্রস্তুতি হয়ে যায়। আর প্রশ্নপত্রও একই রকম।
► BBA/ MBA এর জন্য Study Gap এর কোন শর্ত আছে কি?
BBA/MBA এর জন্য Study Gap কোন বিষয় নয়।
► আইবিএ থেকে পাশ করলে চাকুরীর নিশ্চয়তা কি?
পাশ করার আগেই হয়ত চাকুরী হয়ে যাবে।
► আইবিএতে মূলত কারা চান্স পায় একটু বলবেন?
আমাদের ব্যাচের ৬০ জনের মধ্যে কমবেশি-১০/১১ জন ছিল বুয়েটের, ৯/১০ জন ছিল ডুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট ইত্যাদির, ৬/৭ জন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টির, ০২/০৩ জন ছিল আর্টস ফ্যাকাল্টির, ০৪/৫ জন ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের, ০২জন ছিল শুধু ডিগ্রি পাশ, চিটাগাং ইউনিভার্সিটির ছিল ০২জন, জাহাঙ্গীর নগরের ০২/০৩ জন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের (BRAC, NSU, Eastern, Stamford, Ahasanullah, EWU ০৭/০৮ জন। ০২/০৩ জন ছিল কৃষি বিশ্ববিদ্যালয়ের। বিদেশী ডিগ্রী ছিল ০২ জনের, আইবিএর বিবিএ ব্যাকগ্র্যাউন্ড এর ছিল ০৩/০৪ জন।
০৩/০৪ জন ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের।
► যারা আইবিএর বিবিএ করে তাদেরও কি আবার এমবিএতে ভর্তি পরীক্ষা দিতে হয় নাকি সরাসরি ভর্তি হয়?
আইবিএতে সবাইকেই ভর্তি পরীক্ষা দিতে হয়।
► বিগত বছরের বইগুলো কোন বই থেকে পড়ব?
বিগত বছরের বইগুলো সাইফুর’স বা মেন্টর’স এর বই থেকে পড়তে পারেন তবে আমার কাছে সাইফুর’স এর
বইটা ভাল মনে হয়েছে কারণ ম্যাথের ব্যাখ্যাগুলো ভালভাবে দিয়েছে।
► কী কী বই পড়তে হবে ?
IBA BBA Program Package Book
S@ifur’s IBA BBA Admission Guide
S@ifurs Vocabulary= পানি 280/-
S@ifur’s Math 250/-
S@ifur’s Fill in the Blanks 230/-
চাকুরি+ ভার্সিটি ভর্তি গ্রামার 200/- 
CCTV গ্রামার 150/-
S@ifur’s Analogy 180/- 
Analytical Puzzle 200/-
S@ifur's IBA MBA প্রশ্ন ও সমাধান
S@ifur's Passport to Grammar
Writing Translation 260/-
দেশের যেকোনো জায়গা থেকে কুরিয়ারে পেতে কল করুন 01713432060/70
এমবিএ: এগুলো পড়লে ট্রেন্ড বুঝতে পারবেন, আপনার লেভেল জাজ করতে পারবেন।

(জেনে নিন: DU IBA (BBA & MBA) ভর্তি পরীক্ষার উপর Workshop ও ক্লাস নিবেন DU IBA-রই ex-শিক্ষক ‍Saifur স্যার, ৯জুন (এই শুক্রবার) ১০:০০ টায় S@ifur's পান্থপথ ব্রাঞ্চের ক্যাম্পাস-৫, 01613432086/ 016134302006 Registration ফি 100 টাকা মাত্র)

আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই!

আমি ঢাকা বিশ্বদ্যিালয় ক্যাম্পাস থেকে বলছি। তোমাদের যেকোনো সহযোগিতায় (কোচিংয়ে ভর্তি, হোস্টেল সিট) পাশে আছি।
01613432089/01760778584 Amanullah Aman
(সংগৃহীত)

এছাড়াও প্রস্তুতি সম্পর্কিত বিস্তারিত জানতে পারেন এই লিংক ভিজিট করে→ http://10minuteschool.com/blog/du-iba-admission-preparation/

Thanks | ধন্যবাদ

No comments:

Post a Comment